কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩ খ্রিঃ) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি কাজী শাহ আলম এর সভাপতিত্বে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম,
উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম,মাদরাসার শিক্ষক মোঃ জসিম উদ্দিন,
কুমিল্লা নাভানা হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক
ও মাদরাসার দাতা সদস্য
ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল জাব্বার,,মাওলানা শামসুজ্জামান, মাওলানা খায়রুল আমিন, মোঃ জসিম উদ্দিন,নুরুল আলম সরকার,
বিদায়ী শিক্ষক ক্বারী আবুল বাশার আখন্দ ও
বিদ্যোৎসাহী সদস্য মোঃ শাখাওয়াত হোসেন ভূইয়া।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ খাইরুল আমিন আখন্দ।
উক্ত অনুষ্ঠানে ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা
শিক্ষক ক্বারি আবুল বাশার আখন্দসহ আরো কয়েকজনের অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ অবসর জনিত বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাদের সততা ও নিষ্ঠার মাধ্যমে মাদরাসা সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করায় মাদরাসার সাবেক ছাত্র ছাত্রীরা সকলেই ভুয়সি প্রশংসা এবং দীর্ঘায়ু ও সুস্থ্য জীবন কামনা করেন।
বিদায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ আবদুর রহমান, প্রথমে অতিথি ও সংবর্ধিত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন আমন্ত্রিত অতিথিরা। পরে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
মাওলানা মোঃ জালাল উদ্দীন।