May 17, 2024, 9:56 am
ব্রেকিং নিউজ

২ সন্তান নিয়ে স্ত্রী উধাও,থানায় অভিযোগ দেওয়ায় স্বামীকে হত্যার হুমকি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, October 17, 2022
  • 660 দেখা হয়েছে

কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়নের পয়াত গ্রামের দাম্পত্য কলহের জের ধরে গত ২৬ সেপ্টেম্বর দুই সন্তান নিয়ে স্ত্রী শাবনুর আক্তার পালিয়ে যায় এবং থানায় অভিযোগ দেওয়ায় স্বামীকে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গবার (৪ অক্টোবর) শ^াশুরি শিরিনা আক্তার কুমিল্লা বুড়িচং থানা একটি অভিযোগ দায় করেছেন।(অভিযোগ তদন্তাদীন)। ভুক্তভোগী শিরিন আক্তারে ছেলে মো:ফেরদৌস হোসেন মুন্না(২৬)।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ৩নং আসামী মোসা.শাবনুর আক্তার মামলার বাদী শিরিনা আক্তারের ছেলে মো. ফেরদৌস হোসেন মুন্নার বিবাহিতা স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। সংসারের খরচ চালাতে প্রতিদিন দিন রাত অটোরিক্সা চালান স্বামী ফেরদৌস হোসেন মুন্না।
জানা যায়,গত ৯ বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক ফেরদৌস হোসেন মুন্না’র সাথে বিয়ে হয় শাবনুর আক্তারে সাথে। বিবাহ আগে স্ত্রী শাবনুর আক্তার ও মা নিলুফা আক্তার তারা বিভিন্ন এনজিও ও সমিতি থেকে লোন নেয়। তারা এই লোন পরিশোদ করতে না পেরে বিভিন্ন অজু হাতে স্বামী ফেরদৌস হোসেন মুন্নাকে অত্যাচার ও জুলুমসহ বিভিন্ন হুমকি থমকি দিয়ে আসছে। গত ২৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় স্বামী ফেরদৌস হোসেন মুন্নার কাছ থেকে জোর করে তার অটো বাইকটি নিয়ে যায় এবং ২৬ অক্টোবর বিকাল ৪টায় সময় স্ত্রী শাবনুর স্বামীর ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা নিয়ে তারা পিত্রালয়ে চলে যায়।
ফেরদৌস হোসেন মুন্না’র মা শিরিনা আক্তার বলেন,গত ৬ বছর আগে তারা আমার বসত ঘরে আগুন লাগিয়ে সব কিছু পুড়ে ফেলে। এখন তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা আমার ছেলে নামে বিভিন্ন মিথ্যা মামলা দিবে বলে হুমকি দিয়ে আসছে। তাদের এই বিষয় গুলো নিয়ে এলাকার সর্দ্দারদেরকে জানাই। বর্তমানে ফেরদৌস হোসেন মুন্নার জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন। এব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102