নিজস্ব প্রতিবেদক , কুমিল্লা।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে কুমিল্লা নগরে জশনে জুলুছ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে নগরের সুজানগর এলাকা থেকে বখশীয়া দরবার শরীফ থেকে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আয়োজনে বিশাল জশনে জুলুছ বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরের দারাগাবাড়ি হযরত শাহ গাজীপুরী (রহ:) দরবার শরীফে মাহফিল দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পীর শাহজাদা কুতুব উদ্দিন বখশী।
এসময় শাহপুর দরবার শরীফের পীরসাহেব হযরত গোলাম আবদুল কাদের কাওকাব, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির জুলুছ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, কাউন্সিলর এড শওকত আহমেদ , কাউন্সিলর বাবুল মিয়া , কাউন্সিলর হানিফ মাহমুদ উপস্থিত ছিলেন।