December 22, 2024, 8:12 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

আশরাফুল রহমান ফারুক এর অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 8, 2022
  • 140 দেখা হয়েছে

এম আব্দুল লতিফ সিদ্দিকী।।

৮অক্টোবর, বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির পরিচালক আশরাফুর রহমান ফারুক গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে সংগঠনের অঅপুরণীয় ক্ষতি হয়েছে যা পূরণ করা সম্ভব না।
আজ ৮ অক্টোবর শনিবার বিকাল ৪ ঘটিকায় গণস্বাস্থ্য হোমিও হল মিলনায়তনে সংগঠনের আয়োজনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের চেয়ারম্যান মোঃ জাকির হোসেনে সভাপতিত্বে সংগঠনের নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। বিশেষ অতিথি গণস্বাস্থ্য হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. এস এম সারওয়ার উপস্থিত ছিলেন। । আরো উপস্থিত ছিলেন আশরাফুর রহমান ফারুকের সুযোগ্য সন্তান তৌফিকুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি কামাল ফয়েজী, সংগঠনের তথ্য বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার পাল, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কাজী মোঃ শাজাহান, মহানগর কমিটির নারী বিষয়ক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, আজিজা সুলতানা, রফিক লিটন, তালুকদার বেলাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান মোঃ জাকির হোসেন তার বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আশরাফুর রহমান ফারুক আমার স্কুল ও কলেজ লাইফের বন্ধু। প্রায় একসাথে ৪০ বছর আমাদের চেনা-যানা। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জাহাঙ্গীর আলম প্রধান তার বক্তব্যে বলেন, প্রত্যেককেই একদিন চলে যেতে হবে। আমি প্রথম আলো, কালের কণ্ঠসহ জাতীয় শীর্ষ পর্যায়ের অনেক পত্রিকায় কাজ করেছি। অবৈধ আয়ের চিন্তা করি নাই। তাই হয়তো এতো কষ্টে দিনাতিপাত করছি। তবুও আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। তিনি আরো বলেন, আশরাফুর রহমান ফারুক তার ছেলে-মেয়েকে সৎ পথে উপার্যন করে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন এটাই তার সবচেয়ে বড় অর্জন। তার রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102