দিনাজপুর প্রতিনিধি:
‘সিনেমাকে বাঁচাতে চাইলে, সিনেমা হলে আসতে হবে’ এই আহবানকে সামনে রেখে দিনাজপুরের সংবাদকর্মী, ছাত্র-শিক্ষক, লেখক ও সংস্কৃতি কর্মীদের মুখোমুখি হয়েছে ‘অপারেশন সুন্দরবন’ টিম।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনাজপুর প্রেস ক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ও সুধীজন সমাবেশের আয়োজন করেন এই টিমের সদস্যরা।
সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পরিচালক দিনাজপুরের সন্তান দীপঙ্কর দীপন জানান, এই সিনেমাটি একটি বড় বাজেটের সিনেমা। সিনেমাটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় চার বছর। সিনেমার কাহিনীতে সুন্দরবনের দস্যুদের পুনর্বাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যা ব-এর ভূমিকাসহ সার্বিক বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ সিনেমায় প্রতিটি অভিনয় শিল্পীসহ ক্যামেরার পেছনে থাকা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় প্রিমিয়ার শো’র পর শুক্রবার থেকে নিয়মিত দিনাজপুরের মডার্ন সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হবে। দেশের সিনেমা শিল্পকে বাঁচাতে মানুষকে হলমুখী হওয়ার আহবান জানান তিনি। দিনাজপুরের সন্তান হিসেবে সিনেমাটি পরিচালনা করায় দিনাজপুরের মানুষকে সিনেমাটি দেখার আহবান জানান সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- চিত্রনায়ক জিয়াউল রোশান, চিত্রনায়িকা সামিনা বাশার, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও লেখক বিধান কুমার দত্ত।
অনুষ্ঠানে সিনেমার কলাকুশলী, সংবাদকর্মী, সাংস্কৃতিককর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে অপারেশন সিনেমার টিজার চালানো হয়।