April 26, 2024, 1:43 pm
ব্রেকিং নিউজ

উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৮২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 1, 2022
  • 97 দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে গ্যালারিই নেই, তবুও এই তীব্র গরমে বাংলাদেশের মেয়েদের খেলা দেখতে স্টেডিয়ামের পূর্বপাশের খোলা জায়গাতে উপস্থিত হন শ’দুয়েক দর্শক। তারাই মাতিয়ে রাখলেন পুরো স্টেডিয়াম। এই অল্পসংখ্যক দর্শকের উৎসাহেই উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৮২ রানে আটকে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

এই ম্যাচ দিয়েই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডের অভিষেক হয়েছে। বাংলাদেশের হোম ভেন্যু বিশেষ করে নারী ক্রিকেট দলের হোম ভেন্যুতে জয়ের অপেক্ষাতে বাংলাদেশ। ‍নিগার সুলতানা, রুমানা আহমেদ, শামীমা আক্তাদের ব্যাটে চড়েই প্রত্যাশিত জয় পাবে স্বাগতিক বাংলাদেশ।

টস হেরে বোলিং পাওয়া বাংলাদেশ শুরু থেকেই থাইল্যান্ডকে চেপে ধরেছিল। ১৬ রানে দুই উইকেট হারায় থাইল্যান্ড। প্রথম ৮ ওভার পর্যন্ত প্রতিপক্ষ কেউই বাউন্ডারির দেখা পাননি। নবম ওভারের জাহানারাকে পর পর দুই চারে বাউন্ডারির খড়া কাটায় থাইল্যান্ড। যদিও বেশিক্ষণ সেই লড়াই চালাতে পারেননি নথকান চনথাম ও ফন্নিটা মায়া।

বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিজাদুতে থাইল্যান্ড ১৯ দমমিক ৪ ওভারে ৮২ রানে অলআউট হয়। চনথাম ৩৮ বলে ২০ ও মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলেন। এর বাইরে কেউই দুই অংকের বেশি করতে পারেননি।

বাংলাদেশের স্পিনার রুমানা আহমেদ ৯ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সোহেলি আক্তার, সানজিদা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। অভিজ্ঞ সালমা নেন একটি উইকেট। একমাত্র পেসার জাহানারা ২ ওভারে বোলিং করে ১৫ রান খরচায় উইকেট শূন্য ছিলেন।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102