December 21, 2024, 5:00 pm
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

৭ দিনেই ‘পুষ্পা-২’র নতুন ইতিহাস

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, December 13, 2024
  • 15 দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:

মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। মুক্তির পর সিনেমা হলে যে সুনামি উঠবে তা অনুমেয়ই ছিল। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে অব্যাহতভাবে চমৎকার সাফল্য অর্জন করে চলেছে।

যদিও পঞ্চম দিনের পর থেকে সিনেমাটির আয় কিছুটা কমেছে। তবু এটি সপ্তম দিনেই ১,০০০ কোটি রুপি বৈশ্বিক আয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এটিই এখন ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত এই রেকর্ড অর্জনকারী সিনেমা।

আয়ের পরিসংখ্যান

Sacnilk-এর তথ্য অনুযায়ী, রিলিজের সপ্তম দিনে পুষ্পা ২-এর আয় হয়েছে ৪২ কোটি রুপি।

এদিন বিভিন্ন ভাষায় সিনেমাটির আয়ের হিসাব:

তেলেগু: ৯ কোটি রুপি

হিন্দি: ৩০ কোটি রুপি

তামিল: ২ কোটি রুপি

কন্নড়: ০.৬ কোটি রুপি

মালয়লাম: ০.৪ কোটি রুপি

এদিকে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬৮৭ কোটি রুপি। বৈশ্বিকভাবে সিনেমাটি এখন পর্যন্ত ১,০২৫ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছেন ট্রেড বিশ্লেষক মানোবালা বিজয়বালান।

এরমধ্যে তেলেগু ভার্সন থেকে আয় হয়েছে ৩৪২ কোটি ১৬ লাখ রুপির বেশি। হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে প্রায় ৬০৩ কোটি ৪৩ লাখ রুপি। তামিল ও মালায়লাম থেকে আয় হয়েছে যথাক্রমে ৫৭ কোটি এবং ১৬ কোটির বেশি। এছাড়া কন্নড় ভার্সন থেকে আয় করেছে ৭ কোটি ৫৬ লাখ রুপি।

রেকর্ড ভাঙা সাফল্য

‘পুষ্পা-২’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে এস এস রাজামৌলির ‘আরআরআর’-এর ওপেনিং রেকর্ড ভেঙে দিয়েছে।

হিন্দি ভাষার বাজারে এটলি পরিচালিত ‘জওয়ান’-এর রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘পুষ্পা-২’। যা আগে হিন্দি সিনেমার সবচেয়ে বড় ওপেনিং রেকর্ড ছিল।

অভিনয়শিল্পী ও গল্পের বিবরণ

পরিচালক সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ২০২১ সালের সুপারহিট ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যুয়েল। এ সিনেমাতে আল্লু অর্জুন তার জনপ্রিয় চরিত্র পুষ্পারাজ হিসেবে ফিরে এসেছেন।

তার সঙ্গে আরও রয়েছেন জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মন্দানা (শ্রীভল্লী), ফাহাদ ফাসিল (ভান্বর সিং শেখাওয়াত), জগপতি বাবু, ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল এবং অনসূয়া ভারদ্বাজ।

ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে ‘পুষ্পা-২’। ইতোমধ্যেই হাজার কোটি আয় করে সেই ইঙ্গিতই দিচ্ছে সিনেমাটি।

সিনেমার গল্প ও জনপ্রিয়তা

সিনেমাটি মূলত লাল চন্দন কাঠ চোরাচালানের প্রেক্ষাপটে তৈরি। অনুরাগীদের মধ্যে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। অসাধারণ গল্প, শক্তিশালী অভিনয় এবং উত্তেজনাপূর্ণ দৃশ্যায়নের জন্য এটি বক্স অফিসে ঝড় তুলেছে।

‘পুষ্পা-২’ কেবল একটি সিনেমাই নয়, বরং এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা-২’ সিনেমার প্রদর্শনীর সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার মামলায় গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার চলাকালে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু ঘটে। নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার দিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছরে সন্তান শ্রীতেজও।

ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত নারীর পরিবার নায়কের নামে থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে নেমেই পুলিশ আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে। এমনকি আজ তাকে ১৪ দিনের রিমান্ডেও নিয়েছে পুলিশ।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ভিড় করে। নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ফলে সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা সম্ভব হয়নি।সূত্র: এনডিটিভি

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102