(লালমনিরহাট) প্রতিনিধি:
প্রতিদিনের ন্যায় তিস্তায় মাছ ধরতে যান জেলে মহাসিন। তবে আজ তার কপাল খুলে গেলো এক বাঘাইড়ে। তার জালে উঠেছে বিশাল আকৃতির বাঘাইরটি। যার ওজন ৭২ কেজি।
মাছটি লাখ টাকা দাম হাঁকিয়েছিলেন জেলে মহাসিন।
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ধরা পড়ে বাঘাইরটি। জেলে মহাসিন উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ ডাউয়াবাড়ী গ্রামের ইছাহাকের ছেলে। মাছটি দেখতে স্থানীয় বাজারে ভীড় করেছে অনেকে।
জেলে মহাসিন বলেন, তিস্তায় পানি বাড়লে বৃহস্পতিবার সকালে মাছ ধরতে যাই। এতে আমার জালে বিশাল আকৃতির ৭২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়ে। আমি খুব খুশি আমার জীবনে এতো বড় মাছ তিস্তা নদীতে দেখিনি। মাছটি বাজারে নিয়ে গেলে ৮০ হাজার টাকায় এলাকাবাসী কিনে নেয়।