April 1, 2025, 11:54 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

৫ ঘন্টা পর সাজেকের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, February 24, 2025
  • 24 দেখা হয়েছে

রাঙামাটি সংবাদদাতা :

সাজেক ভ্যালির রুইলুই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। ৫ ঘন্টা পরও নিয়ন্ত্রণের এসেছে সাজেকের আগুন। স্থানীয় জনতা, সেনাবাহিনী, পুলিশ-বিজিবিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১১টা ৩০ মিনিটে অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের রিসোর্ট ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে অন্তত এখন পর্যন্ত ৫০টি অধিক রিসোর্ট-কটেজ সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার।

অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকরা আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। বিকেল সাড়ে ৪টা বাজে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটনকেন্দ্রে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। তবে দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩০টি রিসোর্ট-কটেজ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রিসোর্টগুলোর মধ্যে রয়েছে— ইকোভ্যালি, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্র্রিকা, তরুছায়া, মেঘেরঘর, মর্নিংস্টার, তংথক ও মনটানা।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, ১১.৩০ মিনিটে অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। বিকেল সাড়ে ৪টা বাজে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আখতার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র আগুন নেভার পরই নিশ্চিতভাবে জানা যাবে।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহুল আমিন জানিয়েছেন, আগুন এখনো নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রশাসনের কর্মীরা কাজ করছে। এখন পর্যন্ত প্রায় ৫০টি অধিক কটেজ পুড়ে গিয়েছে। সেনাবাহিনীর কাছে হেলিকপ্টারের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা সহযোগিতা করেছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে না। পরবর্তীতে জানানো হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102