ঢাকা: ঈদের প্রথম দিনের কুরবানির বর্জ্য ১০ থেকে ১১ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে। ঈদের দিন ও পরের দিনের কুরবানির বর্জ্যসহ পশুর হাটের বর্জ্য সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। ৪৮ ঘণ্টায় মোট ৩৫ হাজার টন বর্জ্য অপসারণের কথা জানিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
ঢাকা উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এসএম শরীফ-উল-ইসলাম বলেন, উত্তর সিটি এলাকায় এখন পর্যন্ত ১৮ হাজার ৮৫২ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। ৪ হাজার ৩১০টি ট্রিপে এ বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। পশুহাট থেকেও বর্জ্য অপসারণ করা হয়ে গেছে।
দক্ষিণ সিটি করপোরেশনের শীতলক্ষ্যা সম্মেলন কক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে বর্জ্য অপসারণের বিষয়ে জানান সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। ৪৮ ঘণ্টায় ১৭ হাজার ২৪৭ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান তিনি।
মিজানুর রহমান বলেন, শনিবার সকাল পর্যন্ত গত দুই দিনে ৩ হাজার ৮৩৮টি ট্রিপের মাধ্যমে এসব বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ কাজে সাড়ে তিনশ যান ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।