মোখলেছুর রহমান আবু (ক্রীড়া প্রতিবেদক):
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিতোরিউ কারাতে দো বাংলাদেশের আয়োজনে গত ১০,১১ অক্টোবর দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সিতোরিউ কারাতে সেমিনার ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মিরপুর শহিদ সরোওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সিতোরিউ কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন জাপান কারাতে ফেডারেশনের কোচ মিস্টার সিহান হারা ইউসুতুমি ব্লাক বেল্ট ৮ম ড্যান (W K F) ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাপানি কোচ সিহান কিতামুরা তেত্সিরো ব্লাক বেল্ট ৬ষ্ঠ ড্যান (W K F) বাংলাদেশের বিভিন্ন জেলাও সংস্থা থেকে ২৫০জন সিনিয়র কারাতে প্রশিক্ষক ও ব্লাকবেল্ট ধারী কারাতে খেলোয়াড়রা অংশ নেয়।
সহযোগিতায় ছিলেন-বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের যুগ্মসম্পাদক ও সিতোরিউ কারাতে দো বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সিহান মোস্তাফিজুর রহমান, সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের প্রধান শিক্ষক ও সিতোরিউ কারাতে দো: বাংলাদেশ এর সহ-সভাপতি সিহান মোখলেছুর রহমান আবুসহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে এর্টনি জেনারেল এ. এম আমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সানাউল হক, এয়ার ভাইস মার্শাল (অব:) বাংলাদেশ বিমান, হাসান উজ্জামান মনি সাধারণ সম্পাদক বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন, সিহান মোহাম্মদ নাজমূল হাসান, প্রতিষ্ঠাতা বাংলাদেশ কারাতে সেন্টার। সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন চঞ্চল।
কুমিলার সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু’র নেতৃত্বে সহকারী প্রশিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম, রুবেল আহমেদ, সৈয়দ আবু সাঈদ, নূরে আলম আদনান, জিলহাজ উদ্দিন আকাশ, আতিক আহমেদ সামি, আমান উলা, জাহাঙ্গীর আলম বিলাল, ফাহমুদুল ইসলাম প্রান্ত, শাহ পরান, তোফাজ্জল হোসেন চৌধুরী মাহিন সহ বাংলাদেশের বিভিন্ন জেলার প্রশিক্ষকবৃন্দ সেমিনারে অংশ গ্রহন করেন।
জানা যায়,সাউথ এশিয়ান (এসএ) গেমসে পাঁচটি (২০১০ সালে দুটি ও ২০১৯ সালে তিনটি) স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের কারাতেকারা। এতে খেলাটির প্রতি আগ্রহ দেখা দিয়েছে অনেক নতুন ক্রীড়াবিদের। এর ফলে নতুন কারাতে কোচ তৈরি হচ্ছেন। এবার কারাতেতে ব্ল্যাক বেল্ট পাওয়া দেশের তিন শতাধিক কারাতেকার উচ্চতর প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করছে সিতোরিও কারাতে দো সংগঠন। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোম ও মঙ্গলবার সেমিনারের আয়োজন করা হয়েছে। যেখানে জাপান কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট পাওয়া কোচ হারা ইফসুতোমি এবং নেপাল এসএ গেমসে তিন স্বর্ণ এনে দেওয়া জাপানি কোচ কিতামুরা তেতসুরো কোচিং করাবেন।
কনফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘জাপানে গিয়ে দেশের কারাতেকাদের প্রশিক্ষণ নেওয়া দুরূহ ব্যাপার। তাই আমরা জাপান থেকে কোচ এনে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। তৃতীয়বার আয়োজিত এই আসরে কারাতের নতুন নিয়মনীতির বিষয়ে তারা জানতে পারবে।’