অনলাইন ডেস্ক:সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট (ইয়ুথ লিডারশিপ)। পদের সংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ইংরেজি, সমাজকর্ম, ইয়ুথ ডেভেলপমেন্ট, সমাজবিজ্ঞান বা নৃ-বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ইয়ুথ লিডারশিপ ও জেন্ডার ট্রান্সফরমেটিভ প্রোগ্রামিংয়ে খুব ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রযুক্তিগত জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)। কর্মস্থল: রংপুর ডিভিশনাল অফিস।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ১,০৬,৮০৫ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া স্বাস্থ্য ও জীবনবিমার সুবিধা আছে।