দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে একটি ব্যাংকের এটিএম ফাস্ট ট্রাক থেকে প্রায় ১২ লাখ টাকা চুরির অভিযোগে ওই ব্যাংকের জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান (৩৫) ও বিকাশ ব্যবসায়ী রেজাউল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
গত ১১ নভেম্বর দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক-এর সিডিএম (টাকা জমা মেশিন) থেকে ১৫ লাখ ৯১ হাজার ৫শ টাকা ও একটি ডিভিআর মেশিন চুরির ঘটনা ঘটে।
সোমবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত বরকত জামান পঞ্চগড়ের বোদা উপজেলার বাগপুর গ্রামের মৃত তবিজুল ইসলামের ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের জুনিয়র চ্যানেল অফিসার। অপর আসামি রেজাউল ইসলাম দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ সুপার ইফতেখার আহমেদ জানান, গত ছয় মাস আগে বিকাশ ব্যবসায়ী রেজাউলের সঙ্গে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামানের পরিচয় হয়। পরে তারা এক সময় অতি ঘনিষ্ঠ হলে দুইজন মিলে ফাস্ট ট্রাকের ডিভিআর মেশিনের টাকা চুরির পরিকল্পনা করেন। এই পরিকল্পনা অনুযায়ী গত ১১ নভেম্বর তারা দুজনে কৌশলে ডিভিআর মেশিন থেকে ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা চুরি করেন। জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান অসৎ উদ্দেশ্যে আরও ৪ লাখ টাকার ভুয়া ডিপোজিট দেখান। পরে তারা কৌশলে ফাস্ট ট্রাকের এটিএম বুথের সিকিউরিটি গার্ডকে চেতনানাশক কিছু খাইয়ে ডিভিআর মেশিনের তালা খোলা রেখে প্রতিদিনের মতো বাসায় চলে যান।
এ ব্যাপারে গত শনিবার ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার অপূর্ব রায় বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ চাঞ্চল্যকর এ ঘটনার তদন্ত শেষে দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে চুরি করা টাকা এবং ডিভিআর মেশিন উদ্ধার করেন। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।