April 3, 2025, 8:06 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

হোয়াটসঅ্যাপ কলে রিং না হলে যা করতে হবে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, December 13, 2023
  • 84 দেখা হয়েছে

আইটি ডেস্ক :
ক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপে নিয়মিত পরিচিত ব্যক্তিদের কল করেন অনেকে। কারণ হচ্ছে, হোয়াটসঅ্যাপে বিনামূল্যে কল করা যায়। কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপে কেউ কল করলেও ফোনে রিং বাজে না। এমনকি কল আসার নোটিফিকেশনের শব্দও শোনা যায় না। ফলে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সম্প্রতি অনেক আইফোন ব্যবহারকারী এ ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে রিংটোন অপশন চালু থাকলে কেউ ফোন করলে স্বাভাবিক ফোনকলের মতোই রিং বাজে। আর ভাইব্রেট অপশন দেওয়া থাকলে রিং হওয়ার বদলে ভাইব্রেশন হয়। তবে ‘সাইলেন্স আননোন কলারস’ টগল চালু থাকলে অপরিচিত নম্বর থেকে ফোন করলে হোয়াটসঅ্যাপে কোনো রিং বাজে না। এমনকি ভাইব্রেশন না হওয়ার পাশাপাশি কল নোটিফিকেশনের শব্দও শোনা যায় না। বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে হোয়াটসঅ্যাপে কলের রিং বা নোটিফিকেশন শব্দ না হওয়া সমস্যার সমাধান করা সম্ভব।

সাইলেন্ট মোড

ফোন সাইলেন্ট মোডে থাকলে কোনো কলেরই রিং বাজে না বা নোটিফিকেশন বার্তার শব্দ শোনা যায় না। তাই হোয়াটসঅ্যাপ কলে রিং বা নোটিফিকেশন শব্দ না শোনা গেলে প্রথমেই ফোন সাইলেন্ট মোডে রয়েছে কিনা, তা পরীক্ষা করতে হবে।

অন্য যন্ত্রের সঙ্গে ফোন যুক্ত

তারহিন হেডফোন, স্মার্ট ঘড়িসহ ব্লুটুথ প্রযুক্তিনির্ভর বিভিন্ন যন্ত্রের সঙ্গে ফোন যুক্ত থাকাবস্থায় অন্য কাজ করেন অনেকেই। এর ফলে হোয়াটসঅ্যাপে কেউ কল করলে সেসব যন্ত্রে রিং হলেও ফোনে শোনা যায় না। সমস্যা সমাধানে কাজ শেষে ফোনের ব্লুটুথ অপশন বন্ধ রাখতে হবে।

ডু নট ডিস্টার্ব মোড
গুরুত্বপূর্ণ কাজের সময় ফোনে নোটিফিকেশন বা বার্তা এলে মনোযোগে সমস্যা হয়। শুধু তা-ই নয়, ঘন ঘন নোটিফিকেশন আসতে থাকলে বিরক্তও হন অনেকে। এ সমস্যা সমাধানে ‘ডু নট ডিস্টার্ব মোড’ সুবিধা ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু এই সুবিধা চালু থাকাবস্থায় হোয়াটসঅ্যাপ কলের নোটিফিকেশন আসাও নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। আর তাই হোয়াটসঅ্যাপে কল বা নোটিফিকেশনের শব্দ শোনা না গেলে ফোনে ডু নট ডিস্টার্ব মোড চালু রয়েছে কিনা, তা পরীক্ষা করতে হবে।

নয়েজ ক্যানসেলেশন

ফোনের নয়েজ ক্যানসেলেশন সুবিধার কারিগরি ত্রুটির কারণেও অনেক সময়ই ফোনকলের রিংটোন বাজে না। তাই হোয়াটসঅ্যাপ কলে রিং না হওয়া বা নোটিফিকেশনের শব্দ শোনা না গেলে ফোনের নয়েজ ক্যানসেলেশন সুবিধা চালু রয়েছে কিনা, তা পরীক্ষা করতে হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102