April 6, 2025, 1:43 pm
ব্রেকিং নিউজ
সারা দেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে: প্রেস সচিব বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা হেফাজতের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি

হেফাজতের সম্মেলনের তারিখ পরিবর্তন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, October 19, 2023
  • 98 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন তিন দিন এগিয়ে এনেছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। সরকার পতনের দাবিতে বিএনপি ঢাকায় ‘মহাসমাবেশ’ ডাকার পরদিন এই সিদ্ধান্ত নিল সংগঠনটি, যদিও কারণ হিসেবে অন্য একটি বিষয় জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় দারুল উলুম বাবুস সালাম ফাউন্ডেশনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওলামা মাশায়েখ সম্মেলন ডাকা হয়েছিল ২৮ অক্টোবর, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা হবে তিন দিন আগে ২৫ অক্টোবর। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে হবে এই ওলামা মাশায়েখ সম্মেলন।

আগের দিন বুধবার রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে বিএনপির পক্ষ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। হেফাজতের কর্মসূচি পেছানোর সঙ্গে এর সিদ্ধান্ত আছে কি না, সে বিষয়ে সংগঠনের বিজ্ঞপ্তিতে অবশ্য কিছু বলা হয়নি।

হেফাজতের প্রচার সম্পাদক কিফায়াতুল্লাহ আজহারী সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ‘বিশেষ কারণবশত’ শব্দ দুটিও উল্লেখ করা হয়েছে।

বিশেষ কারণটা কী- এই প্রশ্নে সংগঠনটির যুগ্ম মহাসচিব মীর ইদরিস বলেন, যেখানে সম্মেলন হবে সেই হলটি বরাদ্দ নিতে হয়। ২৮ অক্টোবর হল বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তাই তারিখ পরিবর্তন করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর হেফাজতের কেন্দ্রীয় কমিটির মজলিসে আমেলার বৈঠকে ২৮ অক্টোবর এই সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ১০ দিন পর ঘোষণা করা হয় হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি। কমিটি ঘোষণার তিন সপ্তাহের মাথায় প্রথম বৈঠকে বসলেন কেন্দ্রীয় কমিটির নেতারা।

বৈঠকে সম্মেলন সফলভাবে বাস্তবায়ন করতে ঢাকাকে ১০ টি অঞ্চলে ভাগ করে প্রতিটির জন্য আলাদা ‘সম্মেলন বাস্তবায়ন কমিটিও’ গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ আল হবিব, মাওলানা মুহিউদ্দিন রাব্বানি, মাওলানা নাজমুল হাসান, মুফতি মাসউদুল করিম, মুফতি বশিরুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি জাকির হোসাইন, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী কামাল উদ্দিন, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আলি আকবর, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা হাসান জুনায়েদ ও মাওলানা আব্দুল মালেক।

২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করে রাজপথে নানা সহিংসতায় জড়ায় হেফাজত কর্মীরা। সে সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন সংগঠনের শীর্ষস্থানীয় অনেক নেতা।

পরে হেফাজত রাজনীতিতে যুক্ত নেতাদের বাদ নিয়ে নতুন কমিটি গঠন করে। এরপর বেশ কয়েকজন নেতা মুক্তি পেলেও এখনও অনেকে কারাগারে আছে। একাধিক মামলায় তাদের বিচার চলছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102