July 9, 2025, 4:54 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

হাত-পা-চোখ-মুখ বাঁধা সেই ব্যবসায়ীকে হেলিকপ্টারে ঢাকায় আনলেন স্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, June 3, 2025
  • 20 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:পটুয়াখালী-মির্জাগঞ্জ রুটের পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকা থেকে মো. সোহাগ (৪২) নামে এক অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় তার হাত-পা, চোখ-মুখসহ পুরো শরীর রশি দিয়ে বাঁধা ছিল ও গায়ের শার্ট ছিল রক্তে ভেজা।

সোমবার দুপুর ২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পটুয়াখালী থেকে পুলিশের একটি টিম পায়রাকুঞ্জ এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসেন তার স্ত্রী।

উদ্ধারকৃত সোহাগ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, রোববার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে তুলারাম কলেজের সামনে থেকে কিছু লোক আমার গাড়িতে জোর করে ওঠে। এরপর আমাকে চোখ-মুখ বেঁধে মারধর করে এবং বিভিন্ন স্থানে ঘোরানোর পর সোমবার ভোররাতে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় ফেলে যায়।

তিনি আরও জানান, জ্ঞান ফিরে দেখি আমি গাড়ির ভেতর রশি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে আছি। হাত ইশারার মাধ্যমে সাহায্য চাইলে এক যুবক স্থানীয়দের সহযোগিতায় আমাকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, উদ্ধারকৃত ব্যক্তি নিজেকে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং নারায়ণগঞ্জের নিউ চাষাঢ়া এলাকার ৮৯ নম্বর জামতলা এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। অপহৃত ব্যবসায়ীর ভাষ্যমতে, রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুলারাম কলেজের সামনে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এরপর হাত-পা বেঁধে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরানোর পাশাপাশি শারীরিক নির্যাতন করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ওই ব্যবসায়ীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বেশি জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরে তার স্ত্রী তানিয়া আহমেদ হেলিকপ্টারে পটুয়াখালীতে পৌঁছান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তাকে নিজের জিম্মায় নিয়ে ঢাকায় রওনা দেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102