হায়দার আলী চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পূর্ব ধলই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগরের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ৪ পরিবার নিঃস্ব হয়ে গেছে।
৯ জুলাই (রবিবার) রাত ৮টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ৪ টি ঘর পুরে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, “ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আবুল বশর লেদু, আবু সালেহ, নেজাম উল্লাহ ও মোহাম্মদ আলমসহ এ ৪ পরিবারের বসতঘরসহ নগদ ২ লক্ষ টাকা, মোটরসাইকেলসহ যাবতীয় মালামাল পুরে ছাই হয়ে যায়।
এ অগ্নিকাণ্ডের ঘটনাটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়র সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।