কুমিল্লা প্রতিনিধি:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের যুবরাজের ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে।শনিবার বেলা ১১টায় কুমিল্লা টাউনহলে মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দুবাইয়ের টাকা রংপুর-বরিশালে উড়ে। মির্জা ফখরুলরা এক সপ্তাহ আগে লোক জড়ো করে সমাবেশের নামে দুবাইয়ের টাকা উড়াচ্ছেন।ফখরুল সাহেব, খেলা খেলতে চান! তো খেলা হবে। রাজপথে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।ডিসেম্বর মানুষ সমাবেশের নামে লাঠিতে পতাকা লাগিয়ে পতাকাকে অপমান করবেন? তা হবে না। মানুষ প্রতিহত করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,জিয়াউর রহমান যদি ১৫আগষ্ট জড়িত না থাকত । বঙ্গবন্ধুর খুনীদের দুঃসাহস হতো না। খুনীদের চাকুরী দিয়েছে কে ,সেনাপতি জিয়াউর রহমান। ১৫আগষ্টের মাষ্টার মাইন্ড সেনাপতি জিয়াউর রহমান।
এদিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে এ আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার সকাল ১১ টা থেকে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
এ সময় ওবায়দুল কাদের বলেন; জাতীয় পতাকার সাথে লাঠি দেখলেই প্রতিরোধ। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্যোগের নাম বিএনপি। তার হাত থেকে দেশকে বাচাতে হবে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ,ক, ম, বাহাউদ্দিন বাহার এমপি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। প্রধান বক্তা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ দলের প্রায় এক ডজন কেনিদ্রয় নেতা।
এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বক্তব্য রাখেন।