আন্তর্জাতিক ডেস্ক:আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের পাশের একটি খালের পানি হঠাৎ করেই উজ্জ্বল লাল বর্ণ ধারণ করেছে। গতকাল বৃহস্পতিবারের এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর ইংলিশ সংবাদ সংস্থা বিবিসির।
ছবি ও ভিডিও থেকে দেখা যায়, তীব্র লাল রঙের পানি রিও দে লা প্লাটা নদীর মোহনায় প্রবাহিত হচ্ছে। দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পানির রং পরিবর্তনের কারণ খোঁজার জন্য সারান্দি নামক সেই খাল থেকে পানির নমুনা নেওয়া হয়েছে।
আর্জেন্টিনার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, টেক্সটাইলের রঞ্জক পদার্থ ফেলায় বা কাছাকাছি থাকা ডিপো থেকে রাসায়নিক বর্জ্যের কারণে পানির রং এমন হতে পারে। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল দুপুরের পর থেকে পানির রং তার তীব্রতা কিছুটা হারিয়ে ফেলেছে।
স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, অনেক স্থানীয় কোম্পানি রাজধানীর কেন্দ্র থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে চামড়া প্রক্রিয়াকরণ এবং টেক্সটাইল কারখানার মধ্য দিয়ে প্রবাহিত জলপথে বিষাক্ত বর্জ্য ফেলে দেয়।
সিলভিয়া নামে একজন বাসিন্দা স্থানীয় সংবাদ চ্যানেল সি৫এনকে বলেছেন, ‘এটা এখন লাল হয়ে গেছে, অন্য সময়ে এটি হলুদ ছিল, যার গন্ধে আমাদের গলা আক্রান্ত হচ্ছে। আমি সেই প্রবাহ থেকে কিছুটা দূরে থাকি। আজকে কোনো গন্ধ নেই। এলাকায় খুব বেশি কারখানা নেই, তবে গুদাম আছে।’
আরেক বাসিন্দা মারিয়া ডুকোমস এএফপিকে বলেছেন, ‘এই অঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানগুলো পানিতে বর্জ্য ফেলে এবং এর আগে অন্য রঙের পানিও দেখা গেছে। যেমন- নীল, কিছুটা সবুজ, গোলাপী, একটু বেগুনি।