মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই যথেষ্ট। কোনো কিছুর ষড়যন্ত্র বাংলাদেশের পতাকা ছিনিয়ে নিতে পারবে না।
বৃহস্পতিবার বিকাল ৫টায় কুলাউড়া বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মানুষের আস্তা ফিরিয়ে আনতে হবে। বিএনপি মানুষের ভালোবাসার দল। তারেক রহমান যে ৩১ দফাকে দিয়েছেন সেটা নিয়ে জনগণের কাছে যেতে হবে। ৩১ দফা বাস্তবে রূপান্তরিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় এলে খুন গুমের বিচার করবে, দেশের লুণ্ঠিত অর্থ ফেরত আনবে এবং জুলাই আগস্টের খুনিদের করবে।
তিনি বলেন, ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি। তাই বাংলাদেশে স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন। দেশনেত্রী বেগম খালেদাকে জেলে রেখেছিলেন আজ তিনি মুক্ত আর আপনি পালিয়ে জীবন বাঁচিয়েছেন। এটাই নিয়তির খেলা। আমাদের নেতার ঘোষণা বিএনপি মানুষের ভালোবাসা অর্জনে লক্ষ্য নিয়ে হাটে-ঘাটে-মাঠে কাজ করতে হবে। সুখে দুঃখে মানুষের পাশে থাকব। নেতৃত্ব তারাই দিবে যারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঘর থেকে এনে নেতা বানানো চলবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুন কবীর ময়ুন। জেলা আহবায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েছের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
এছাড়াও বক্তব্য দেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপি সাবেক সভাপতি এম নাসের রহমান, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা ও শওকতুল ইসলাম শকু প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের জেলা উপজেলার বিভিন্ন স্তরের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছি। বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং অন্যায় একসঙ্গে চলবে না। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ৩১ দফার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করব।