রাঙামাটি প্রতিনিধি
স্থানীয় ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাঙামাটি শহীদ মিনার চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় রাঙামাটি মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী সামলা আফরিন অমি, তানভীর আহমেদ (৫ম ব্যাচ), অর্ণব চাকমা (৪র্থ ব্যাচ), ফেরদৌস ইউসুফ (৩য় ব্যাচ), তানভির হোসেন (৪র্থ ব্যাচ) ও আব্দুল হাকিম (৩য় ব্যাচ) শিক্ষার্থী বক্তব্য রাখেন।
রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১০ বছর অতিবাহিত হয়ে গেলো কিন্তু রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাস নিয়ে চলছে। তারা বলেন শুধু ক্যাম্পাস নয়, নেই ছাত্রাবাস। নানা জটিলতায় থমকে আছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা দীর্ঘ বছর ধরে স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে আসলেও তা পাশ কাটি যাওয়া হচ্ছে। সুন্দর পরিবেশ আর সুযোগ সুবিধা না থাকলে শিক্ষার্থীদের পড়া রেলার অগ্রগতি কখনো হবে না।
অবিলম্বে বর্তমান সরকারের কাছে রাঙামাটি মেডিকেল কলেজের জন্য একটি স্থায়ী ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা।