হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে স্কুলছাত্র জনি দাস হত্যা মামলায় গ্রেফতার চোর সাজু মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে কাকনের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে সাজুকে আদালতে নেওয়া হলে একদল যুবক তার ওপর হামলা চালায়। তাৎক্ষণিক আইনজীবী ও আদালতে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ পরিস্থিতি শান্ত করে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষে আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল জানান, গ্রেফতার সাজু মিয়ার ৮ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, একদল যুবক আদালতে সাজু মিয়ার ওপর হামলা চালায়। তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। আমি মনে করি এটি বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্র। এটি কোনো অবস্থাতেই কাম্য নয়। যদি একটি দুর্ঘটনা ঘটতো, তবে একটি কলঙ্কের জন্ম দিতো। এছাড়া পরিবেশও বিনষ্ট হতে পারত।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই ভোররাতে হবিগঞ্জ শহরের দেয়ানতরাম সাহার বাড়ি এলাকার বাসিন্দা নরধন দাসের বাড়িতে চুরি করতে যায় এক দুর্বৃত্ত। এ সময় তার ছেলে দশম শ্রেণীর ছাত্র জনি দাস ঘুম থেকে জেগে চোর সাজু মিয়াকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে সে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জনি দাসকে সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে চোর সাজু মিয়াকে গ্রেফতার করলে নিহতের স্বজনরা হত্যাকারী হিসেবে তাকে শনাক্ত করেন। পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৮ দিনের রিমান্ড আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।