March 12, 2025, 3:34 pm
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, June 18, 2023
  • 108 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ রোববার রাতে এ তথ্য জানায় খালিজ টাইমস।

মুসলমানদের সবচেয়ে পবিত্র আরাফার দিনটি হবে ২৭ জুন। জিলহজ মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহা। হযরত ইবরাহীম (আ.) তার পুত্র ইসমাইলকে আল্লাহর হুকুমে কোরবানি করার ইচ্ছাকে স্মরণ করে এই ইসলামি উৎসব উদযাপন করা হয়।
সারা বিশ্ব যখন ঈদুল আজহা উদযাপন করবে, তখন লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা শহরে অবস্থান করবেন। আরাফার দিন হজযাত্রীরা আরাফার ময়দানে সমবেত হয় নামাজ আদায় করতে। সেখানে ১৪ শতক আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার শেষ খুতবা দিয়েছিলেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনে রোজা রাখেন।

কোভিড-১৯-এর সমস্ত বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে এটিই প্রথম হজ। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ সম্পাদক শেখ ড. আব্দুর রহমান বিন আবদুল আজিজ আল সুদাইস বলেন, ‘মহামারি শেষ হওয়ার পর এবং লাখ লাখ হজযাত্রীর প্রত্যাবর্তনের ঘোষণার পর এ বছরের হজ মৌসুমের অপারেশনাল পরিকল্পনা ইতিহাসে সবচেয়ে বড়।’
এশিয়া মহাদেশের তিনটি দেশে চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। আজ খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই দেশগুলো হলো ব্রুনেই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

প্রতিবেদনে আরও বলা হয়, চাঁদ দেখা কমিটির তথ্যের ভিত্তিতে অনেক দেশ জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহা উদযাপনের জন্য স্থানীয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এসব দেশে চাঁদ দেখার জন্য নিজস্ব চাঁদ দেখা কমিটি বা সংস্থা রয়েছে। সেখানে তাদের সিদ্ধান্তই অনুসরণ করা হয়।

ওই দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্কসহ আফ্রিকার অনেক দেশ।

জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্যমতে, আজ ইসলামি বিশ্বে কোনোভাবেই জিলহজ মাসের চাঁদ দেখা সম্ভব নয়। তাই আশা করা যায় যে, অন্য দেশগুলোও ঘোষণা করবে ২০ জুন জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে ২৯ জুন এসব দেশে ঈদুল আজহার উদযাপিত হবে।

বাংলাদেশে হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102