মোঃ আবদুল মোতালেব ,স্টাফ রিপোর্টার – নোয়াখালী:
সুদীর্ঘ ৩২ বছর পর নানা আয়োজনের মধ্য দিয়ে মিলন মেলার আয়োজন করেছে সেনবাগ উপজেলার ৯৩ ইং সালের
এস,এস,সি-পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী বন্ধ-মহল।
৯৩ ব্যাচের বন্ধু লায়ন ফারুকের উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধুর জহির,পারভেজ, শাহাজাহান সাজু, মর্তুজা,কচি, দুলাল, জাহাঙ্গীর শুভ,সাংবাদিক জাহাঙ্গীর ও বান্ধবী নূরজাহান এবং সুমনার অক্লান্ত পরিশ্রমে সম্ভব হয়েছে ৯৩ মিলন মেলার রজত জয়ন্তী।
এই বন্ধু মেলায় যদিও স্ব-স্ব উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দাওয়াত দেওয়া হয়েছিল ঈদের আনন্দের কারণে অনেক শিক্ষা গুরু উপস্থিত হতে পারেননি, কিন্তু অনুষ্ঠানে আসতে ভুল করেননি কল্যান্দী রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের তৎকালীন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা মোস্তফা শামসুজ্জামান সাহেব স্যারকে ৩২ বছর পর কাছে পেয়ে মায়ের সালাম করে উপস্থিত ছাত্রছাত্রীগণ বরণ করে নিয়েছেন। মাওলানা মোস্তফা শামসুজ্জামান স্যার ছাত্র-ছাত্রীদের কাছে পেয়ে আনন্দে অভিহীত হন, বেশ সকল ছাত্র-ছাত্রী মারা গেছেন তাদের স্মরণে এক মিনিট শোক জানানো হয় এবং মোস্তফা শামসুজ্জামান স্যারকে দিয়ে দোয়া ও মোনাজাত করানো হয়। খাওয়া – দাওয়া, নাচ, গান, কৌতূক ও লটারি ড্র অনুষ্ঠানের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় এবংকল্যান দিয়ে রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ৯৩ ব্যাচ বন্ধু শাহাজাহান পাটোয়ারী সাজু তার ব্যক্তিগত পক্ষ থেকে সকল বন্ধুদের মাজে পুরস্কার বিতরণ করেন। ০১/০৪/২৫ ইং বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৮ ঘণ্টা ব্যাপী জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ছমির-মুন্সির হাট ড্রিম কমিউনিটি সেন্টারে।