লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের মুরববী ও যুবকদের উদ্যোগে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
১ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারের ইছাগরি খেলার মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোল্লা পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু. আয়োজক কমিটির সভাপতি নুরুল ইসলাম মেম্বার.
৩ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান. সাবেক মেম্বার রেজওয়ান . সাবেক মেম্বার ছুরত আলী..আমিরুল ইসলাম শাহাবুদ্দিন. হিরন মিয়া. নুর আহমদ. আলী হায়দার. আব্দুল কাদির.গিয়াস উদ্দিন. আনোয়ার মিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় কলাউরা ফ্রেন্ডশ ক্লাব মাইজবাড়ি ভাই ভাই ক্লাব কে ১ – 0 গোলে। পরাজিত করে। প্রতিযোগিতায় মোট ৩২ টি টীম অংশগ্রহন করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ঘোড়া ও রানার্স আপ দলকে ছাগল পুরস্কার প্রদান করা হবে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য গণ।