লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই করে মাত্র ৮ ভোট বেশী পেয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুট বিজয়ী হয়েছেন।
(মোটরসাইকেল) প্রতীকে মুকুট পেয়েছেন ৬১২ ভোট।এদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।
১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২ টি কেন্দ্রের ২৪ টি বুথে ভোটার ছিলেন ১২২৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, সারা জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করছে র্যাব, বিজিবি। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।