March 14, 2025, 6:45 am
ব্রেকিং নিউজ
শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, September 10, 2023
  • 95 দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ১১ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুনামগঞ্জ আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটসহ জেলা কমিটির নেতাদের কাছে পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করেন।

এ সময় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে একটি চিঠিও দেন। চিঠিতে ওবায়দুল কাদের আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার বার্তা দেন। লিখিত বার্তায় তিনি বলেন, নবনির্বাচিত এ কমিটির সব সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে।

এর আগে ১১ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনকে নির্বাচিত করে দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। সম্মেলনের ৬ মাস পর কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শনিবার অনুমোদিত কমিটি পূর্ণাঙ্গ কমিটি শনিবার রাতে সুনামগঞ্জ জেলা নেতাদের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর মানিককে সিনিয়র সহ-সভাপতি করে ১১ জন সহ-সভাপতি ও তিনজন যুগ্ম সম্পাদক রাখা হয়েছে। অন্য সহ-সভাপতিরা হচ্ছেন- অ্যাডভোকেট পীর মতিউর রহমান, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, রেজাউল করিম শামিম, আব্দুল করিম, নাদের বখত, আবুল কালাম চৌধুরী, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দীলিপ কুমার দাস, চান মিয়া, আজহারুল ইসলাম শিপার।

যুগ্ম সম্পাদক হচ্ছেন- শামীম আহম্মেদ চৌধুরী, হায়দার চৌধুরী লিটন, নজরুল ইসলাম শেফু। আইন বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কল্লোল তালুকদার চপল, বন ও পরিবেশ মন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দিপা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড স্বপন রায় সপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ রনক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মাসুম আহমেদ, শ্রম সম্পাদক ফজলুল হক, সাংস্কৃতিক সম্পাদক আফতাব মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জীতেন্দ্র তালুকদার পিন্টু ও আসাদুজ্জামান সেন্টু, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন এমকম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক এবং কোষাধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার।

সদস্য হিসেবে আছেন- আব্দুল মান্নান এমপি, ড. জয়া সেনগুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামীমা আক্তার খানম এমপি, নান্টু রায়, সৈয়দ আবুল কাশেম, হাজী আবুল কালাম, খায়রুল কবির রুমেন, জুনেদ আহমদ, খায়রুল হুদা চপল, রণজিত সরকার, সৈয়দ ফারুক আহমেদ, মো. সেলিম আহমেদ, আজমল হোসেন সজল, আল আমিন চৌধুরী, এমদাদ রেজা চৌধুরী, সৈকতুল ইসলাম সৈকত, অনুপম রায়, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, অমল কান্তি কর, আজাদ হোসেন, সজিব রঞ্জন দাস, আব্দুল ওদুদ, এটিএম শাহিন রেজা, অজয় কান্তি তালুকদার দোলন, মাহতাবুল হাসান সমুজ, ন্যায়ের আলী, মো. সাহারুল আলম, মাসুক আহমদ সরদার, কামরুল হুদা সচি, লিটন সরকার, সাজ্জাদ হোসেন নাহিদ, গোলাম কিবরিয়া, আতিকুল ইসলাম আতিক, প্রদ্যোত কুমার তালুকদার ও শাহরিয়ার বিপ্লব।

এছাড়াও উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে- সিদ্দিক আহম্মেদ, আফতাব উদ্দিন, রইছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, অবনী মোহন দাস, আব্দুস ছোবহান আখঞ্জী, মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, কামরুজ্জামান দারা, জসিম উদ্দিন দীলিপ, করুনা সিন্ধু তালুকদার ও আলতাব উদ্দিন।

জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন রোববার বিকালে পূর্ণাঙ্গ কমিটি গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102