লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
র্যাব- ৯ সিপিসি- ৩ -সুনামগঞ্জ এর কমান্ডার মেজর ফয়সাল আহমেদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকা থেকে ৫৯০ বোতল বিদেশী মদ ও ৬ বোতল বিয়ার আটক করেন।
তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব- ৯ সিপিসি – ৩ সুনামগঞ্জের কমান্ডার মেজর ফয়সাল আহমেদ।