March 13, 2025, 2:18 am
ব্রেকিং নিউজ
জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ

সুনামগঞ্জে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৯

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, March 5, 2025
  • 18 দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।এর মধ্যে উভয়পক্ষের ৬-৭ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। ঘটনায় আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়লবাড়ির মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনা বিচার-সালিশের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ হন এলকাছ মিয়া গোষ্ঠীর লোকজন। এ নিয়ে মঙ্গলবার বিকালে এলকাছ মিয়া গোষ্ঠীর মহিলারা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা। তর্কাতর্কির এই ঘটনায় মাথাচাড়া দিয়ে উঠে পূর্বের বিরোধ। সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ আরেক পক্ষকে হামলা করেন। হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় আজ বুধবার ১৫১ ধারায় উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে সোপর্দ করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীনাথপুর গ্রামের মোকাদ্দছ আলীর ছেলে সাইফুর রহমান, শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম, জয়নাল আবেদীনের ছেলে মো. তোফায়েল আহম্মদ, হাজিকুল মাহমুদের ছেলে আবুল বাশার, মৃত আমির হোসেনের ছেলে তাজউদ্দিন, শামসুল হোসেনের ছেলে আজির উদ্দিন, ইসমাইল আলীর ছেলে হাসন আলী, আহলেছ আলীর ছেলে ছায়েদুর রহমান ও আব্দুল করিমের ছেলে আহম্মদ আলী।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বুধবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102