March 14, 2025, 6:04 pm
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে

সুনামগঞ্জের ৫টি আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়ন দাখিল : দলীয় ৩০ স্বতন্ত্র ১১

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, November 30, 2023
  • 80 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ ::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জে জেলার ৫টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ৪১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি,তৃনমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলে মনোনীত ৩০ জন এবং ১১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে-১ আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১০জন, সুনামগঞ্জ- ২ আসনে ৬ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৬ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৮ জন এবং সুনামগঞ্জ -৫ আসনে সর্বোচ্চ সংখ্যক ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ -১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান, গণফ্রন্ট প্রার্থী মো. জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পাটির প্রার্থী নবাব সালেহ আহমদ, তৃনমূল বিএনপি প্রার্থী মো. আশরাফ আলী, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সেলিম আহমদ ও জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
সুনামগঞ্জ -২ আসনে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ, গণতন্ত্রী পার্টি মিহির রঞ্জন দাস ,স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, মিজানুর রহমান, ঋতেষ রঞ্জন দেব, ড. মো. শামসুল হক চৌধুরী। No description available.
সুনামগঞ্জ – ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, জাকের পার্টির মো.নজরুল ইসলাম, জাতীয় পার্টি তৌফিক এলাহী ও তালুকতার তালুকদার মো. মকবুল হেসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ মনোনয়ন ফরম দাখিল করেছেন। No description available.
সুনামগঞ্জ -৪ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, জাসদ মনোনীত প্রার্থী এডভোকেট আবু তাহের মো.রুহুল তুহিন, পিপলস্ পার্টির মোহাম্মদ দেলোয়ার, বিএনএমের মনোনীত প্রার্থী দেওয়ান শামছুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল ফজল মো. মাসউদ এবং স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
সুনামগঞ্জ ৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক, জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট নাজমুল আহমদ হিমেল ,বিএনএফের আশরাফ হোসেন, জাকের পার্টি শেখ ইয়াকুব আলী, গণফোরামের প্রার্থী আয়্বূ করম আলী , সুপ্রিম পার্টির আবু সালেহ, পিপলস্ পার্টি আজিল হক , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. সাচ্চু বিশ্বাস, কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল এবং স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও আয়ূব করম আলী মনোননয় ফরম দাখিল করেছেন। আয়ূব করম আলী গণফোরাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, ৫টি আসনে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র যাছাইবাচাই করে পরবর্তীতে প্রার্থী চূড়ান্ত করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102