হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড বাস স্টেশন শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণের বারসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বসু পাল (৩৫) ও রতন পাল (৩০)। এদের মধ্যে বসু পাল হলেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকার সুনীল পালের ছেলে এবং রতন পাল হলেন- বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের শশাংক পালের ছেলে।
১৮ জানুয়ারী (বুধবার) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড বাসে স্টেশনে যানজট নিরসনের ডিউটিরত থাকাকালীন সময়ে এসআই পাপেল রায় এ দুই জনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় জুতার ভিতর লুকিয়ে রাখা ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ-সব স্বর্ণবারের ওজন ২ হাজর ৩৩২ দশমিক ১১গ্রাম। এগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ১কোটি ৭০লক্ষ টাকা।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, “সীতাকুণ্ড বাস স্টেশনের শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণবারসহ বসু পাল ও রতন পাল নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- স্বর্ণের বার সমূহ ঢাকায় বিক্রি করার উদ্দেশ্য মাইক্রোবাসে করে সীতাকুণ্ডে আসেন। সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিল। গ্রেফতারকৃত এ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।”