March 14, 2025, 10:56 am
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে

সিলেটে আ.লীগের ৬ কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 7, 2023
  • 95 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্দেশ উপেক্ষা’ করে সিলেটে ঘোষিত কমিটি ২৪ ঘণ্টার মাথায় স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মাস আগে ঘোষণা দেন- নির্বাচনের আগে আর কোনো সাংগঠনিক কমিটি ঘোষণা না করতে; কিন্তু প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা ‘উপেক্ষা’ করে শুক্রবার সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করে মহানগর আওয়ামী লীগ। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।

এদিকে প্রধানমন্ত্রীর ‘নির্দেশ উপেক্ষা’ করে এ ছয়টি ওয়ার্ড কমিটির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের নাম ঘোষণা করায় তোলপাড় শুরু হয় এবং ক্ষুব্ধ হন আওয়ামী লীগের হাইকমান্ড। পরে তড়িঘড়ি করে কমিটিগুলো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, সাধারণ সম্পাদক আমাকে রিকুয়েস্ট করায় আমি ছয়টি কমিটি অনুমোদন দিতে সম্মত হয়েছিলাম; কিন্তু পরক্ষণেই আমার কাছে প্রধানমন্ত্রীর এ বিষয়ক নির্দেশনাটি আসে। তাই এগুলো স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আদেশ শিরোধার্য। তার আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। আসলে এ ছয়টি কমিটির বিষয়ে আমাকে ভুল বুঝানো হয়েছে।

ছয়টি ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছিল তারা হলেন- ২৮নং ওয়ার্ডে আহ্বায়ক মো. গৌছ মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আকছার আহমদ ও মোহাম্মদ সেলিম মিয়া অ্যাডভোকেট।

২৯নং ওয়ার্ডে আহ্বায়ক তাহসিন আহমদ দীপু, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস ছত্তার, লাহিনুর রহমান লাহিন ও মো. মাজহারুল ইসলাম শাকিল।

৩০নং ওয়ার্ডে আহ্বায়ক মো. ফজলুল করিম হেলাল, যুগ্ম আহ্বায়ক মো. বদরুজ্জামান শিশু, প্রমথ দাস ও আফতাবুল কামাল রেকি।

৪০নং ওয়ার্ডে আহ্বায়ক মো. শাহজাহান রহিম, যুগ্ম আহ্বায়ক মো. শামীম কবির, মাহমুদ হোসেন শাহীন ও মো. সাদেক আহমদ।

৪১নং ওয়ার্ডে আহ্বায়ক আনা মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফু ও মোহাম্মদ খসরুজ্জামান।

৪২নং ওয়ার্ডে আহ্বায়ক আব্দুর রহমান আনা মিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ রাজা মোহাম্মদ আব্দুর রব, গুলজার আহমদ ও মতিউর রহমান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102