সিলেট প্রতিনিধি:
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিদ্রোহীরা। তাদের অভিযোগ, কোনো কাউন্সিল অধিবেশন ও কর্মিসভা আহ্বান না করে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত প্রত্যাখ্যাত তিন বছর আগের একটি ‘মৃত’ কমিটি নিয়মনীতি বহির্ভূতভাবে ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তেমুখী পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ হয়।
কান্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার শাহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহনুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, কান্দিরগাঁও ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবলু আহমদ, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবু তাহের প্রমুখ।