March 12, 2025, 4:28 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

সিলেটের বিদায়ঘণ্টা বাজিয়ে প্লে-অফের দৌড়ে রাজশাহীর স্বস্তি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, January 27, 2025
  • 30 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বস্তির জয় পেয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলে আজ (সোমবার) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়েছে তাসকিন আহমেদের দল।

এই জয়ে প্লে-অফের দৌড়ে আরেক ধাপ এগিয়েছে রাজশাহী। লিগ পর্বের ১২ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দলটি, তাদের অর্জন ১২ পয়েন্ট। আর এক ম্যাচ বাকি থাকতেই বিদায়ঘণ্টা বেজে যাওয়া সিলেট ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ধুঁকছে।

মিরপুরের হোম অব ক্রিকেটে এদিন টস হেরে আগে ব্যাট করে সিলেট। তবে শুরু থেকেই দলটির ব্যাটারদের হাতখুলে খেলতে দেননি রাজশাহীর দুই বোলার মৃত্যুঞ্জয় ও মেহেরব। ১৯ রানের মধ্যেই সিলেটের তিন উইকেট শিকার করেন তারা।

চতুর্থ উইকেটে জাকির হাসান ও জাকের আলী মিলে ৩৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১২তম ওভারে জাকের আলীকে (১৭) সাব্বির হোসেনের ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেহেরব। এরপর জাকির হাসানকেও (২৪) সাজঘরের পথ চেনান এই স্পিনার।

নবম উইকেটে পাকিস্তানের আহসান ভাট্টি ও সুমন খানের ৩৬ রানের জুটিতে একশ ছাড়ায় সিলেটের সংগ্রহ। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে মৃত্যুঞ্জয়ের বলে ফেরার আগে দুই ছক্কায় ২৫ রান করেন আহসান। আর ২ চার ও ১ ছক্কায় ১১ বলে ২০ রান করে অপরাজিত থাকেন সুমন খান। এতে ২০ ওভারে তাদের রান দাঁড়ায় ৯ উইকেটে ১১৭।

রাজশাহীর পক্ষে মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন মেহেরব, ৩ উইকেট যায় মৃত্যুঞ্জয়ের ঝুলিতে।

রান তাড়া করতে নেমে ২২ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়েছিল বরিশাল। তবে পঞ্চম উইকেটে রায়ান বার্লকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দেন আকবর আলী। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আকবর আলী (৪২) ফিরলেও বার্ল টিকে থাকেন শেষ পর্যন্ত। ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি।

সিলেটের বোলার মধ্যে তানজিম হাসান সাকিব স্রেফ ১৭ রান খরচায় তুলে নেন ২ উইকেট। তবে রাজশাহীর জয়ের পথে তা কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102