আন্তর্জাতিক ডেস্ক:সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। রোববার প্রার্থনার সময় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর আল-জাজিরার।আত্মঘাতী এ বিস্ফোরণটি ঘটেছে দুইলা এলাকায় অবস্থিত মার এলিয়াস চার্চে। এ সময় চার্চটির ভেতরে লোকজন প্রার্থনা করছিল। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক ব্যক্তি প্রথমে চার্চে ঢুকে গুলিবর্ষণ করে এবং পরে নিজের শরীরে থাকা বিস্ফোরক ভেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও, সিরিয়ার মন্ত্রণালয় বলছে— হামলাকারী আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর একজন সদস্য।সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিহতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৩ জন।
সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে, এখনও ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার চলছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।