সিরাজগঞ্জ প্রতিনিধি
কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে মোবাইল আউট রীচ (এমওপি) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স হলরুমে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম। কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র নুরুল হক ও যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক শরীফুল ইসলামসহ অন্যন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রকল্পের মাধ্যমে সমাজসেবায় সেবা নিতে আসা মানুষকে সহযোগিতা ও সমাজসেবা অধিদপ্তরের কিকি সেবা পাওয়া যায় সে বিষয়গুলো মানুষকে অবহিতকরনের মাধ্যমে সেবা নিশ্চিত করাই প্রকল্পের মুল উদ্দেশ্যে। সভায় বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।