April 1, 2025, 11:50 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

সিংড়ায় জামতলী বাজারে রাস্তার উপরে দোকান -দুর্ভোগে সাধারন জনগন

বেল্লাল হোসেন বাবু (নিজস্ব প্রতিবেদক) নাটোর :
  • আপডেট টাইম Thursday, October 24, 2024
  • 105 দেখা হয়েছে

বেল্লাল হোসেন বাবু (নিজস্ব প্রতিবেদক) নাটোর : নাটোরের সিংড়ায় জামতলী বাজারের রাস্তায় চলবে যানবাহন এটাই স্বাভাবিক। তবে দোকান বসিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার কারনে এখন অস্বাভাবিক পর্যায়ে এসেছে। বিভিন্ন রকমের অস্থায়ী দোকানগুলো রাস্তা দখল করে নিলেও কিছুই যেন করার থাকে না প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের। প্রশাসন মাঝেমধ্যে উদ্যোগ নিয়ে সরিয়ে দিলেও ঠিক আবার আগের জায়গায় বসে যায় সেই দোকানগুলো।

কিছুতেই সরানো যায় না রাস্তায় বসা অবৈধ দোকানগুলো। যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে রাস্তাগুলোতে বাড়ে যানজট। এমন পরিস্থিতি ভোগ করছে নাটোরের সিংড়ায় জামতলী বাজারে। স্থানীয় জনগন বলছেন, দোকান উঠিয়ে দিলেও আবার বসে যায় আগের মতোই,এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে দোকান পাট গুলো উচ্ছেদ করা হয়েছিল, পুনরায় আবার সেই সকল রাস্তা দখল করে দোকান পাট বসিয়েছে কিছু ব্যবসায়ীরা।

বৃহঃস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে জামতলী বাজার ঘুরে দেখা যায়,নাটোর-বগুড়া মহাসড়কের পাশে জামতলী-রানীহাট সংযোগ রাস্তা। তিন রাস্তর মাঝখানের অংশে আবারও কিছু অস্থায়ী দোকান বাড়াচ্ছে জনদুর্যোগ।

পাশাপাশি গনপরিবহন ও অটোরিকশা মানছেন না তাদের কোন বাধা নিষেধ। রাস্তার মাঝে আটোরিকশার লাইন, চলতে হয় ভয় নিয়ে আস্তে আস্তে। একেতো রাস্তার উপর অবৈধ দোকান তারপর আবার অটোররিক্সার লাইন। বাস গাড়ি ও লোড বোঝাই ট্রাক ও বিভিন্ন গাড়ি গুলো ষ্ট্যন্ডে না দাড়িয়ে রাস্তার মাঝ খানেই যাত্রী উঠানামা করছে অবাধে। যার জন্য যানজটে পরে মুল্যবান সময় নষ্ট হচ্ছে জনগণের । দীর্ঘদিন ধরে এমনটাই চলে আসছে। যার কোনো পরিবর্তন নেই। স্থানীয়রা সিংড়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রানের দাবি জানায়, রাস্তার উপরে থাকা অবৈধ দোকানগুলো দ্রত অপসরণ করে গোলচত্তর স্থাপন করা ছারাও আটোরিক্সার দাঁড়ানোর জন্য একটি নিদৃষ্ট স্থান এবং গনপরিবহন পরিচালনার জন্য ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102