April 3, 2025, 2:15 am
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

সাভারে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, July 30, 2023
  • 100 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
ঢাকার সাভারে দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিবসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) রাতে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই দিনই পুলিশ অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করে।

মামলার আসামিরা হলেন- দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব ও আমাদের নতুন সময় পত্রিকার সাভার প্রতিনিধি মো. ইমদাদুল হক। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও কয়েকজনকে। মামলার বাদী মো. শাহীনুর ইসলাম সাভারের বিরুলিয়ার শ্যামপুরের বাসিন্দা।

লিখিত অভিযোগে বলা হয়, ২৭ জুলাই দৈনিক ফুলকি পত্রিকার শেষের পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে একটি বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশিত হয়। দেশ, রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার জন্য জামায়াত-বিএনপির কয়েকজন নেতার যোগসাজশে পরিকল্পিতভাবে এ গুজব রটানো হয়েছে। বাংলাদেশের পরিবেশকে অশান্ত করতে ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে চক্রটি।

তবে মামলার বিষয়ে নাজমুস সাকিব বলেন, “২৬ জুলাই রাতে পত্রিকার পৃষ্ঠাসজ্জা অনুযায়ী শেষ পাতায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের সংবাদটি দেওয়া হয়। ওই সংবাদে ভুলবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়, যা পরদিন ২৭ জুলাই ছাপা হয়। ভুল সংশোধন এবং ক্ষমা প্রার্থনা করে ২৮ জুলাই সংশোধনী প্রকাশ করা হয়। কিন্তু তারপরও সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।”

নাজমুস সাকিব বলেন, “আশ্চর্যজনকভাবে এ মামলায় আমার সঙ্গে অন্য একটি পত্রিকার সাংবাদিককেও আসামি করা হয়েছে। এভাবে সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করা হলে দেশে সংবাদপত্র প্রকাশ ও সাংবাদিকতা করা দুঃসাধ্য হয়ে পড়বে।”

এদিকে পত্রিকার সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও মামলার আসামি হওয়ায় বিস্মিত অভিযুক্ত ইমদাদুল হক। তিনি বলেন, “আমার সঙ্গে দৈনিক ফুলকির কোনো সম্পর্ক নেই। হঠাৎ করেই এই মামলার কথা শুনে আমি বিস্মিত। বিষয়টি আইনগতভাবেই মোকাবেলা করবো।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনে ফুলকি পত্রিকার সম্পাদক ও এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।”

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102