আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে গরীব, অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ব্লাড ডোনার এ্যাসোসিয়েশন এর আয়োজনে গরীব, অসহায়, দুঃস্থসহ নানা শ্রেণি পেশার ১ হাজার ২ শত জন নারী-পুরুষ, শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে চক্ষু সমস্যা, নাক, কান, ডায়াবেটিসসহ নানা রোগের পরামর্শ ও চিকিৎসাপত্র প্রদান করা হয়।