এম আব্দুল লতিফ সিদ্দিকী।।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সিনিয়র সদস্য এবং দৈনিক মুক্ত খবর ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সিনিয়র সাংবাদিক নজির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে নয়টায় হার্ট এ্যাটাক করলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিতপুর এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ প্রথমে হাসপাতাল থেকে ঢাকার কোনাপাড়ার সালামবাগের বাসায় নেওয়া হয়। পরে সেখান থেকে রাতেই তার মরদেহ জন্মস্থান লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বশিতপুর গ্রামে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
শোক বার্তায় নেতৃবৃন্দ নজির আহমেদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।