কুমিল্লা প্রতিনিধি:
গভীর শোক শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে কুমিল্লায় এনটিভির সাংবাদিক জালাল উদ্দিনকে চির বিদায় জানিয়েছে কুমিল্লার সাংবাদিকগণ। সাংবাদিক জালাল উদ্দিন গত ২৩ নভেম্বর ব্রেইনস্টোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এন টিভি র কুমিল্লা জেলা প্রতিনিধি অধ্যাপক জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী পরিষদ ও সদস্যরা ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
২৪ নভেম্বর সকালে জালাল উদ্দিনের লাশবাহী গাড়ী কুমিল্লা প্রেসক্লাব আঙ্গিনায় আনা হয়। সেখানে কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকগণ শোক প্রকাশ করে বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান,সহ সভাপতি রফিকুল ইসলাম,সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল,সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ,যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল,সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, সাংবাদিক খায়রুল আহসান মানিক,সাংবাদিক ফিরোজ মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক সাদিক হোসেন মামুন, কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস,নির্বাহী সদস্য সেলিম মুন্সি, সাংবাদিক মীর শাহআলম,সাংবাদিক গোলাম কিবরিয়া,সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির সহ আরো সাংবাদিকগন। এ
রপর সকাল ১১ টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জালাল উদ্দিনের জানাজা শুরুর আগে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত,কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু। কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি হুমায়ুন কবির রনি,ও সাধারণ সম্পাদক সেলিম রেজা মুন্সিও বিভিন্ন সাংবাদিক সংগঠন ও হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ও ১৯৮৮ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্ররা ফুল দিয়ে জালাল উদ্দিনকে শেষ বিদায় জানায়।
এর পর দুপুর ১টায় নগরীর হারুন স্কুল মাঠে তার শেষ নামাজে জানাযা শেষে পাশবর্তি কবরস্থানে তাকে দাফন করা হয়। ঈদগাহ মাঠে জানাযা নামাজে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা ক্কারী মোঃ ইব্ররাহীম।