কুমিল্লা প্রতিনিধি:
সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার নির্বাহী পরিষদের প্রথম সভা গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লা মনোহরপুরে প্রিয়জন টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস। সভার শুরুতে পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন ।
সভায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার,নেকবর হোসেন,মনোয়ার হোসেন,রাকিবুল ইসলাম রানা,মোঃ রবিউল বাশার খান,জহিরুল হক বাবু,মাইনুল হক স্বপন,সোহাগ মিয়াজী,রাজিব সাহা ও মোঃ শাফি। সভায় সকলের আলোচনায় সিদ্ধান্ত হয় সংগঠনের নাম সাংবাদিক কল্যাণ সংস্থা নাম সংশোধন করে সংস্থার পরিবর্তে পরিষদ বলে গণ্য হবে। ফলে এখন থেকে সংগঠনটির শুদ্ধ নাম হবে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা এবং ইংরেজীতে (Journalist Welfare Organization, Cumilla) নামে সংগঠন পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ যথাযথ মর্যাাদার সাথে পালন করা হবে। ১৬ডিসেম্বর সকালে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সন্ধ্যায় মিলাদ দোয়া ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়। পরে সভাপতি সকলকে ধণ্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।