অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ফিজিতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ২৬ ক্যাটাগরির পদে সরকারিভাবে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৪ আগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বয়সসীমা : অনূর্ধ্ব ৪০ বছর। কাজের সময় : সপ্তাহে কমপক্ষে ৪০ থেকে ৪৮ ঘণ্টা কাজ করতে হবে।
মোট পদ : ২৬ ক্যাটাগরির পদে মোট ৭৮ জনকে নেওয়া হবে।
বেতন : প্রতিটি পদের জন্য বেতন ভিন্ন ভিন্ন। ঘণ্টায় সর্বনিম্ন ৪ দশমিক ৫০ ফিজিয়ান ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ দশমিক ৪০ ফিজিয়ান ডলার পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় মাসে প্রায় ৫০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্ত
১. ইংরেজিতে কথা বলা জানতে হবে;
২. চাকরি ২ বছরের জন্য চুক্তিভিত্তিক, তবে নবায়নযোগ্য;
৩. প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে;
৪. প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি দেবে;
৫. খাবারের ব্যবস্থা নিজেকে করত হবে;
৬. চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে;
৭. অন্যান্য শর্ত ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
ফি : নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৪১,৭৬০ টাকা ফিজি ইমিগ্রেশন ফি, ভিসা ভ্যারিফিকেশন ফি, ওয়ার্কপারমিট প্রসেসিং ফি বাবদ ২৫,০০০ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনও প্রকার ফি প্রদান করতে হয় না।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের লিংকের জন্য এখানে ক্লিক করুন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdmDIKEH9l7SkWJGY3MONK0JyYLWNeGZrSKfluhMZiGQlikIA/viewform?pli=1