স্টাফ রিপোর্টার : গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় নিউ এলিফ্যান্ট রোডস্থ কবিতা ক্যাফেতে সমতটের কাগজ-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, কবিতাপাঠ, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এস,এম মজিবু রহমান, সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি উপ-পরিচালক (প্রশাসন) ড. সাহেদ মন্তাজ। প্রধান আলোচক রবীন্দ্র গবেষক ও বহুমাত্রিক লেখক ড. মুহাম্মদ জমির হোসেন। সম্মিনিত অতিথি ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব-চলচ্চিত্রকার হাবিবুল ইসলাম হাবিব, ৭১ টেলিভিশনের সিনিয়র সংবাদপাঠক-কবি-আবৃত্তিশিল্পী ফারজানা করিম, একুশে টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সিনিয়র সংবাদপাঠক রীতা চৌধুরী, এটিএন বাংলার সিনিয়র সংবাদপাঠক-সৃজনশীল ব্যক্তিত্ব সীমা খানা, বাংলাভিশনের সিনিয়র সংবাদপাঠক ফারহানা তৃনা, কবি-সাহিত্যিক শিরিন আফরোজ, কবি-সাহিত্যিক ড. নাঈমা খানম। শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: আলী আকবর-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। আবৃত্তি করেন দুই বাংলার জনপ্রিয় আবৃত্তিকার মাসুম আজিজুল বাসার। সমতটের কাগজ-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কুমিল্লা কৃষি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি-রোটারিয়ান আলহাজ্ব আনিছুর রহমান আখন্দ, কবি ও নাট্যশিল্পী মোহাম্মদ শাজাহান, কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি মো: নুরুল আলম সেলিম মিয়াজী, কুমিল্লা আবৃত্তি সংসদের সভাপতি কবি তাহমিনা বেগম, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কবি ও সাহিত্যিক রেবা হাবিব, কবি প্রদীপ মিত্র, কবি রওনক বিনতে মুনিব প্রীতি, কবি ও সাহিত্যিক খায়রুন্নেছা রিমি, কবি-সাহিত্যিক লীলা দেউরী, কবি দেলোয়ার হোসেন জীবন, কবি জয়দেব ভট্টাচার্য ভুলু, এডভোকেট সুবর্ণা রহমান সীমা, এডভোকেট নাহিদা আক্তার কেয়া প্রমুখ। কবিতা পাঠ করেন কবি-শিক্ষক শাহজালাল সরকার, কবি বশির আহমেদ, কবি আবু জাফর মামুন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন কবি ও নির্মাতা ইসমাইল জুমেল। কবি সংগীত পরিবেশন শ্যামল ভট্টাচার্য্য। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কবি-গীতিকার শিপন মানব।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এস,এম মজিবু রহমান বলেন, ২০১৬ সাল থেকে সমতটের কাগজ আত্মপ্রকাশের পর থেকে সারাদেশের বরেণ্য কবি-সাহিত্যিক-সাংবাদিক ও শিল্পীদের সুন্দর কাজ নিয়ে বর্ষপূর্তিতে চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে গুণিজনদের মূল্যায়ন করে থাকে। সমতটের কাগজ-এর এই যুগান্তকারী পদক্ষেপ সত্যিই প্রশংসার পদক্ষেপ রাখে। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল একজন প্রগতিশীল মানুষ। প্রতিনিয়ত সৃজনশীল কাজ নিয়ে চিন্তা ও পরিকল্পনায় ব্যস্ত থাকে। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। সমতটের কাগজ আগামী দিনে আরও দুর্বার গতিতে সামনে এগিয়ে যাবে-ইনশাআল্লাহ।
সমতটের কাগজ থেকে ঢাকায় মোট ১৫ জনকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন-বাংলা একাডেমির উপ-পরিচালক (প্রশাসন) ড.সাহেদ মন্তাজ (গবেষণায়), ৭১ টেলিভিশনের জনপ্রিয় সংবাদপাঠক-কবি-আবৃত্তিশিল্পী-অভিনেত্রী ফারজানা করিম (জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী), বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সংবাদপাঠক-সংগীতশিল্পী শিরিন শিলা (সংবাদ উপস্থাপনা), একুশে টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সিনিয়র সংবাদপাঠক রীতা চৌধুরী (সংবাদ উপস্থাপনা), এটিএন বাংলার সিনিয়র সংবাদপাঠক সীমা খান (সংবাদ উপস্থাপনা), বাংলাভিশনের সিনিয়র সংবাদপাঠক-আবৃত্তিশিল্পী-প্রশিক্ষক ফারহানা তৃনা (সংবাদ উপস্থাপনা), বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংবাদপাঠক-আবৃত্তিশিল্পী মুনা চৌধুরী (আবৃত্তিশিল্পী ও সৃজনশীল লেখক), বাংলাদেশ বেতারের নিয়মিত আবৃত্তিশিল্পী জান্নাতুল ফেরদৌসী লিজা (উপস্থাপনা), বরিশালের কবি-সাহিত্যিক লীলা দেউরী, কবি-সাহিত্যিক-গল্পকার রেবা হাবিব (গল্পকার), কবি-সাহিত্যিক-আলোকচিত্রী শামীম পারভেজ (কবিতায়), কবি ও নির্মাতা ইসমাইল জুমেল (নিরীক্ষাধর্মী ও সমাজ সচেতনমূলক কলাম লেখক), কবি-সাহিত্যিক-শিক্ষক রওনক বিনতে মুনিব প্রীতি (কবিতায়)সহ মোট ১৫জনকে সমতটের কাগজ-এর গুণিজন সম্মাননা প্রদান করা হয়।