আলমগীর হোসেন,কুমিল্লা:
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন নির্ধারিত সময়ে ৭ জানুয়ারি ভোট হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই। যারা নির্বাচন বয়কট করেছন, তাদের বলতে চাই – আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। কর্মীদের আর সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না করে নির্বাচনী মাঠে আসুন। নির্বাচনী মাঠে আপনাদের মোকাবিলা করতে চাই।
গতকাল বৃহস্পতিবার (১৬ নবেম্বর) বিকেলে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আনন্দ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এইসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আনন্দ সমাবেশের ডাক দেয় মহানগর আওয়ামী লীগ। দুপুরে পর থেকে ২৭ ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হল মাঠে আসেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
বিকেলে সাড়ে ৪ টায় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু। সভা সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরঞ্জন ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল।
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই কুমিল্লা মহানগরীর ২৭ টি ওয়ার্ডে একযোগে স্ব স্ব ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন মিছিল বের করে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।