টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে আধুনিক ও উন্নত প্রযুক্তিতে চাষাবাদ বিষয়ক দশ দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে।উপজেলার আটটি গ্রামের পার্টনার ফিল্ড স্কুলে এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রতিটি স্কুলে ২৫ জন নারী ও পুরুষ কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। উপজেলার চতলবাইদ, সাপিয়াচালা, ঘেচুয়া, বড়চওনা, বেড়ীখোলা, হতেয়া, কচুয়া ও পৌর এলাকায় এ স্কুল স্থাপন করা হয়েছে।
কৃষকরা জানায়, ‘প্রশিক্ষণ নিয়ে কৃষি কাজে উন্নত ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পাচ্ছি। এই প্রশিক্ষণের ফলে মানুষ কৃষি কাজের প্রতি আগ্রহী হচ্ছে।’
চতলবাইদ এলাকার কৃষক কাজল শহীদ বলেন, ‘আমি এই স্কুলে প্রশিক্ষণ নিয়ে আমার এলাকার অনেক কৃষককে পরামর্শ দিচ্ছি। এতে তাদের কৃষি কাজে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং লাভবান হচ্ছে তারা।’
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ বলেন, কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধান, পাট, সবজিসহ অন্যান্য ফসলের বিভিন্ন রোগ বালাই নিয়ন্ত্রণ করার পদ্ধতি এবং উন্নতমানের বীজ রোপণ করে কী ভাবে অধিক লাভবান হওয়া যায় এ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে এই পার্টনার ফিল্ড স্কুলে।