লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন। সকলের অর্জন আজকের মেলবন্ধন এর পরিবেশ। এ মেলবন্ধন যেন যুগ যুগ অটুট থাকে তার জন্য সকলের সহযোগিতার দরকার। সকল মত,পথ যেন নিশ্চিত ও নিরাপদ করতে পারে তার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার দরকার।
৫ অক্টোবর বুধবার রাত ৯ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের বাংলোতে জেলা প্রশাসন আয়োজিত শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির মেলবন্ধন শিরোনামে এক চমৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, গণমাধ্যম নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, জেলা পৃজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়। এছাড়াও নানা শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক নৈশ ভোজে সবাই অংশগ্রহণ করেন।