ইমরান মোল্লা:
আজ ২০ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় সময় কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে শ্রী শ্রী জগন্নাথদেবের রথ যাত্রা উৎসব-২০২৩ এর শুভ উদ্বোধন করেন।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৩ এর পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিশ্চিতকরণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ-সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; খুলনা জেলার অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুশান্ত কুমার সরকার; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের সভাপতি শ্রী শ্যামল হালদার; সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এবং খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন।