March 12, 2025, 3:28 pm
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

শেষকৃত্যের সময় জেগে উঠলেন ‘মৃত’ নারী!

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, July 4, 2023
  • 81 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :
ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার লাশ। কিন্তু মাঝপথেই হঠাৎ জেগে উঠলেন মৃত নারী। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেছেন ওই নারীর স্বজনেরা।
দেশটির উদন থানি প্রদেশের বাসিন্দা ৪৯ বছরের চাতাপর্ন স্রিপহোনলা। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। সম্প্রতি হাসপাতাল থেকে জানানো হয় যে, স্রিপহোনলার সময় ঘনিয়ে আসছে। এমন অবস্থায় তার আত্মীয়রা শেষ সময় তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। খালিজ টাইমসের খবরে জানানো হয়, বাড়ি যাওয়ার পথেই ২৯ জুন স্রিপহোনলা মারা যান। অন্তত তার আত্মীয়রা তাই ভেবেছিলেন। তারা দ্রুতই অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে।

কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়ার পথেই সবাইকে চমকে দিয়ে তিনি জেগে ওঠেন স্রিপহোনলা। এ নিয়ে তার মা বলেন, আমার মেয়েকে হাসপাতালে রেখে ক্যানসারের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা বলেন, তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ অবস্থায় তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেই আমরা।

এদিকে অন্ত্যেষ্টিক্রিয়ার পথে স্রিপহোনলার জেগে ওঠার পর দ্রুত তাকে আবারও হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এই ঘটনায় তার আত্মীয়রা পুরোপুরি হতবাক হয়ে আছেন। তবে তাদের বিশ্বাস যে, স্রিপহোনলা মূলত শেষ বারের মতো তার সন্তানদের একবার দেখার জন্য বেঁচে আছেন। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102