December 22, 2024, 2:27 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

শেরপুরের সীমান্তবর্তী ৫টি গ্রামে একাধিক বাঘের আক্রমণ শুরু,আতঙ্কে গ্রামবাসী!

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, October 6, 2022
  • 135 দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়সংলগ্ন ৫টি গ্রামে একাধিক বাঘের আক্রমণ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। শুধু রাতে নয়, বাঘ দিনের বেলাতেও খাবারের খোঁজে লোকালয়ে এবং বনের সবুজ মাঠে চরাতে দেওয়া গবাদিপশুকে আক্রমণ করছে বলে জানা গেছে।

বন্যহাতির অব্যাহত তাণ্ডবের পর এবার গত এক সপ্তাহ ধরে ঝিনাইগাতীর ওইসব গ্রামে গরুসহ প্রায় ২০টি ভেড়া ও ছাগল বাঘের পেটে গেছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া, পশ্চিম বাকাকুড়া, গান্ধিগাঁও, হালচাটি ও ছোট গজনী গ্রামের মানুষ বন্যহাতির পর এখন বাঘ আতঙ্কে রয়েছেন। বর্তমানে বাঘ আতঙ্কে বন এলাকায় গবাদিপশু চরাতে ভয় পাচ্ছেন স্থানীয়রা।

গ্রামবাসীরা অভিযোগ করে জানান, প্রকাশ্যে ঝিনাইগাতীর বনাঞ্চলে চলাফেরা করছে বাঘ। সেই সঙ্গে বনসংলগ্ন বিভিন্ন বাড়িতে হামলা করে ছাগল ও ভেড়া কামড় দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। পরবর্তী সময় গভীর জঙ্গলে নিয়ে যাওয়া ওই ছাগল ও ভেড়ার নাড়ি-ভুঁড়ি, দেহাবশেষ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।

নাম প্রকাশ না করার শর্তে এক বন কর্মকর্তা বলেন, আমাদের নজরেও বাঘ পড়েছে। এর সংখ্যা একাধিক। এ বাঘগুলোই গত এক সপ্তাহে উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া, পশ্চিম বাঁকাকুড়া, গান্ধিগাঁও, হালচাটি ও ছোট গজনী অবকাশ পর্যটনকেন্দ্রের আশপাশের এলাকায় হামলা করেছে।

বন বিভাগের বনপ্রহরী আলম মিয়া বলেন, এক সপ্তাহ ধরে বাঘের আনাগোনা শুরু হয়েছে। আমি নিজের চোখেও বাঘ দেখেছি। এ ছাড়া রাতে আমার বাড়ি থেকে দুটি ছাগল বাঘে কামড় দিয়ে ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদের সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

উত্তর বাঁকাকুড়া গ্রামের আব্দুর রহমান নামে এক কৃষক বলেন, রাতে আমার ছাগল বাঘে আক্রমণ করে। আমি বাঘকে খুব কাছ থেকে দেখেছি। পরে বাঁশ-লাঠি নিয়ে তাড়া করলে আমার ছাগলটি ছেড়ে দিয়ে বাঘ চলে যায়। এতে আমার ছাগলটি গুরুতর আহত হয়েছে। আহত ছাগলটিকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনের বেলায় বাঘ গহিন বনে অবস্থান করে। রাতের বেলায় এদের আনাগোনা শুরু হয়। আমরা খুব আতঙ্কের মধ্যে দিন পার করছি। বিশেষ করে আমাদের শিশু বাচ্চাদেরকে আমরা দিনের বেলাতেও বাড়ির বাইরে বের হতে দিচ্ছিনা।

বন ও বনের আশপাশে বাঘের আক্রমণের বিষয়ে রাংটিয়া রেঞ্জের গজনি বিটের বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, সম্প্রতি গারো পাহাড়ে গভীর জঙ্গলে বাঘের আগমন ঘটেছে। তবে আমরা গ্রামবাসীদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছি। প্রয়োজনে আরও সতর্ক করার জন্য মাইকিং করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102